মনটা আমার উড়ু উড়ু
উড়ে যায় অসীম দুরে
সাত-সমুদ্রের ওপারে।

আকাশ পথে আমার সাথে
মেঘ-বালিকারা যাচ্ছে উড়ে,
ভুবন থাকে পিছনের দিকে!

নদীর তীরে রোদ সোনা রা
হাট বসিয়েছে দেখতে মানা।
পরিবারের মানুষ গুলো
পিছন পানে তাকিয়ে দেখে !

হৃদয়ের মাঝে ঝড় উঠেছে
মন ছুটেছে বাল্য কালে,
রাজকুমারী অচিন দেশের
পদ্ম ফুলে মুখটি ঢাকে।

ডাক দিয়ে যায় আয়রে ছুটে
নিয়ে যাবো আমার সাথে।