সময় চলে গেলে ফিরে আর আসে না
সকলের তা জানা !
জীবিকা ছাড়া জীবন চললে কর্মে বিমুখ
হয় যে তখন মন !
মন যে আমার চঞ্চল বহতা নদী
কোন বাধায় মানে না মানা
বুক চিরে দেখতে যদি হৃদয়ের রক্ত ক্ষরণ
ষোল কলা পুরুন হতো তখন।
নূপুর পায়ে ঝিনিকিঝিনি ঝিনিক শব্দ ঝংকার
বুকে লাগে ভালবাসার পরশ
খেয়ালী মন নাচে খঞ্জন।
ঝিরি ঝিরি বারি ধারায় ভিজে যে আমার মন,
যৌবন জ্বালা থিতিয়ে আসে
আলিঙ্গন হয় তখন!
ভালবাসার অন্দর মহলে সমুদ্রের
ঢেউ করে গর্জন,
যৌবন জোয়ার বাঁধ মানে বয়সের ই কারন।