স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার স্বপ্ন দেখে ছিল যারা
তারা দেশের তরুণ প্রজন্ম নির্ভীক যারা
হ্যামিলনের বাঁশিওয়লার পিছু ছুটছে জনতার ঢল
শোষণের বাঁধ ভেঙ্গে করবে সমতল সকলে বাঁধন হারা ।
বুলেটের সামনে বুক পেতেছে চোখে মুখে স্বপ্ন ভরা
তাজা প্রাণ লুটিয়ে পড়েছে রাজ পথের উপর
বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্নে পিছ পা হয়নি তবু তারা
ক্ষমতাধরেরা পালিয়ে গেছে দুরে লুণ্ঠন হলো সব ।
ওমা ! কিছু দিন যেতে না যেতে কি দেখছি এখন !
সরিষার ভিতর ভূতের আসর ক্ষমতার লোভে লুট তারাজ
মুখে বলে শহীদের রক্ত অন্তরে বিষবৃক্ষের বসবাস
আইন আদালত শীত নিদ্রায় গেছে চলছে তরুণের নৃশংস রাজ।
নব্য সাজে হায়েনার আগ্রাসন বসেছে ক্ষমতার মসনদে
কথায় তাদের ফুলঝুরি শুনি ভিতরে খুঁজে অনিয়মের তাজ
লোভ লালসা লুকিয়ে পকেটে করছে নীল নক্সার কাজ
সবাই নেমেছে মাঠে দাবী দাওয়া নিয়ে চোখে নাই লজ্জা পর্দা আজ ।
নব্বই-সালে এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে নূর-হোসেন শহীদ
দুই হাজার চব্বিশে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ সাঈদ
ইতিহাসের শিক্ষায় দেখি পার্থক্য না বেশী
কিছু দিন পর ভুলে যাবে সব ক্ষমতার ভাগাভাগি ।
এই তোমরা বাংলার জনতা অপেক্ষা কর ক্ষণ
দেখতে পাচ্ছি মুদ্রার যেন এপিট ওপিট দেখবে বাংলার জনগণ
খেটে খাওয়া মানুষের উপকার হবে না ভাগাভাগি হবে মসনদ
সেই দিন আর বেশী দুরে নয় শুরু হয়েছে নচ্ছার।