পরিচিত মানুষ গুলো কেমন যেন অপরিচিত
ভাবে মনে হয় কোন দিন দেখেনি আমায় !
কোন কিছুর সঠিক উত্তর মেলে না
আলো-আঁধারীতে ঘুরপাক খায় মন।
সময়ের গর্ভে সময় হারিয়ে যায় নিজস্ব গন্তব্যে
থেকে যায় স্মৃতি রেখে যায় কিছু ঘটনা,
বার বার উঁকি দেয় মনের অজান্তে।
হৃদয়ে ঢেউ খেলে যায় কিছু করার আকুতি
শক্ত বাধা পেরিয়ে করার শত চেষ্টা ব্যর্থ,
নিজেকে অসহায় অপরাধী মনে হয়,
সময় এখন তাদের নিয়ন্ত্রণে বন্দি!
কোন কিছু সহজে আসে না সাধনা, ধৈর্য, সততা
নিজের প্রতি আস্থা থাকাটা জরুরী, সমাজ, সংসার
দেশ আমার, সময় কারো জন্য অপেক্ষা করে না,
ভাল আর মন্দের ভিতর দিয়ে প্রবাহিত হয়।
নেতা যাবে নেতা আসবে নিয়মের গ্যাঁড়া কলে
জনগন হাবুডুবু খায়, নিজেকে শানিত করো বীরের
বেশে, জীবন কখনো বহে উজানে আবার
কখনো ভাটিতে এইতো জীবনের খেলা।