আমার দেহের ভিতর একটা ঘুণপোকার বাস
প্রতিদিন প্রতিক্ষণ একটু একটু করে হাড়-গোড়
অস্থি মজ্জা কুরে কুরে খায়!
শরীরের বহিরাবরণ দেখে বুঝা মুশকিল,
সুদৃশ্য জামা কাপড়ে মোড়ানো, তবে দেহের
পাহাড় ধীরে ধীরে ধসে পড়ছে।
দেহের ভিতরের নাট-বল্টু নড়বড়ে তবে
গোছানো চামড়ার আস্তিন দিয়ে ঢাকা।
পাট কাঠি র মত দেহ, কেউ আড় চোখে দেখে,
আবার কেউ দেখে হেসে খুন, কেউবা আবার
ভ্রুরু কুঁচ্কিয়ে বিশ্বয় প্রকাশ করে।
অথচ আমি জানি,“ দেশে গণতন্ত্র ছাতার
কাপড়ের মত ফুটে আছে”, ভিতরে আমলাতন্ত্র,
লুটেরা, পেশি শক্তির ঘুণে খেয়ে ফেলেছে, অবাধ্য
শকুনের দল। চেয়ে দেখার মানবিক চোখ ও কান
হারিয়ে ফেলেছি ! তোমরা কোথায়!