ফাঁকা পথ শুনশান নিরাবতা
একদল শকুনের দল বিষাক্ত নখ বের করে
এগিয়ে আসছে সামনের দিকে,
ঝাঁপিয়ে পড়ে আমার উপর।
অরক্ষিত নারী সম্ভ্রম বাঁচানোর তাগিদে
দিক-বিদিক্ ছুটে চলেছে
শকুনের দল চারিদিকে ঘিরে ধরেছে
কোন পথ না পেয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে
সলিল সমাধি ঘটলো।
নিথর দেহ কিনারায় ভেসে উঠে অক্ষত
বাবা মা বাকরূদ্ধ নিথর দেহ দেখে,
শকুনের দল আড়ালে উল্লাসে মাতুয়ারা
আইন তাদের ছুঁতে পারবে না।
ধনীর ঘরের আদরের দুলাল তারা
বখে যাওয়া শকুনের দল।
মৃতের ক্ষত নিয়ে বাবা মাকে তাড়া করে সারাক্ষণ,
স্বাক্ষীর অভাবে, টাকার জোরে শকুনের দল
ছাড়া পেয়ে দিব্যি ঘুরে বেড়ায় সমাজে
নিরুপায় হয়ে অভিভাবক সৃষ্টি কর্তার কাছে
দুই হাত তুলে বিচার প্রার্থনা করে।