মাগো তোমার শুকনো বুকে শকুনের দল
খামচে ধরেছে তোমার চারিদিক
নিঃশ্বাস নিতে তোমার ভিষন কষ্ট হচ্ছে
দেশী-বিদেশী শকুন শলা-পরামর্শে ব্যস্ত!

শকুনের দল তোমার জন্মের অস্তিত্ব ধরে টানছে
আবার তোমার শাড়ির আঁচল ধরে টানছে
বাংলার জনগণ বার বার বাধা হয়ে দাঁড়িয়েছে
ইতিহাস সাক্ষী কখনো তাদের সাদ পুরুন হয়নি।

ওরা বড় বর্ণচোরা মিশে আছে তোমার সাথে
কচ্ছপ যেমন মুখ লুকিয়ে রাখে সুযোগের অপেক্ষায়
ওরা তেমনি কৃত্রিম সংকট তৈরি তে মশগুল
তোমাকে ভুল পথে পরিচালনা করতে সিদ্ধ হস্ত !

তোমাকে রক্ষায় নূর-হোসেন, দীপালী সেন সাহা, সেলিম
দেলোয়ার, ডাঃ মনির, মনির নাম না জানা বুকের তাজা
রক্ত রাজপথে ঢেলে প্রমাণ করেছে অনেক বার
মায়ের বুক খালি করে আশার প্রদীপ জ্বালিয়ে বসে আছে
কিন্তু মুক্ত গণতন্ত্র তোমার কোন দিন আসেনি!

মাগো তোমার দেহের মানচিত্রে বার বার শকুনের থাবা
সময় এসেছে তোমাকে কোমর সোজা করে দাঁড়াবার
যত বাধা-বিপত্তি আসে আসুক নির্ভয়ে এগিয়ে যেতে হবে
বাংলার জনগণ আগেও ছিল মনে রাখবে সব সময় থাকবে।