আজ ভরা পূর্ণিমা আলো ঝলমল আকাশ
নীল আকাশে অসংখ্য তারকা রাজী ফুটে আছে,
মন হারিয়ে যায় চাঁদের আলোয়!
যৌবনের দুরন্তপনা ভেসে আসে সামনে !
শীত শীতকাতুরে রাতে বন্ধুদের সাথে আড্ডা চলছে
প্রথম সিগারেট খাওয়ার অনুভূতি, পুরাতন ভারতীয়
বাংলা আধুনিক গান বাজছে শুয়ে পড়া টেপ-রেকোডারে
গান শোনার আনন্দ বার্ষিক পরীক্ষার পর।
নিজেকে সবার সামনে হিরো হিসাবে তুলে ধরার আবেগ,
বাজি ধরে প্রচণ্ড শীতে পুকুরে সাঁতার কেটে পার হওয়া,
ঘুট্ঘুটে অন্ধকারে শ্বাশ্নানে একা যাওয়া,
শত বছরের পুরাতন বট গাছে অন্ধকারে গাছে উঠা!
কিশোর আর যৌবনের মাঝ বয়সে ডাব, নারিকেল, হাঁস, মুরগী
বিভিন্ন ফলমুল চুরি করে খাওয়া ইত্যাদি ইত্যাদি!
মনে পড়ছে সেই বন্ধু বান্ধব দের কথা, সবার সাথে যোগাযোগ নাই,
জানিনা কেমন আছে ওরা!
মনে পড়ে প্রথম ভালবাসার আকুতি দুরু দুরু বুকে নীলা কে
প্রেম নিবেদন করার জন্য দিনের পর দিন উদ্যোগ নিয়ে ও
আজও বলতে না পারা, সেই প্রেম অংকুরে মারা যায়!
কিন্তু সেই স্মৃতি মনে পড়লে অজান্তে হাসি পায়।
প্রকৃতি পরিবেশ মানুষের মন চাওয়া পাওয়া গান বাজনা
কিশোর যৌবনের দুরন্তপনা সর্ব ক্ষেত্রেই ব্যাপক পরিবর্তন এসেছে
এখন ছোটরা আমাদের সময়ের চেয়েও বেশী পরিপক্ব!