জীবনের বাঁকে বাঁকে
কিছু কথা, কিছু স্মৃতি লুকানো থাকে,
অনেক কথা যায় না বলা,
হৃদয়ের গভীরে স্মৃতি হয়ে থাকে জমা।
জীবনের রঙ্গিন দিন গুলি,
হাতছানি দিয়ে ডাকে আমায়।
জীবনের বাঁকে বাঁকে,
অনেক কথা, অনেক স্মৃতি জমা আছে।
দিন যায় রাত যায়,
যায় দিন নিজের মতন।
স্মৃতির পাতা ভারী হয়ে আসে,
না বলা কথার ভারে।
কত ব্যথা কত কথা,
জমিয়ে রাখে স্মৃতির পাতা।
জীবনের বাঁকে বাঁকে,
স্মৃতি গুলি লুকিয়ে থাকে।
বাবা মা ভাই বোন,
প্রিয়জন অথবা দুশমন।
হৃদয়ের স্মৃতি পটে,
লিখা থাকে থরে থরে।
পিছু ধায় স্মৃতি কথা,
আয়না হয়ে সামনে আসে।
জীবনের বাঁকে বাঁকে,
কিছু কথা কিছু স্মৃতি জমা থাকে। \