স্মৃতির কোনে মনের মাঝে জানান দিচ্ছে সে
থাকবেনা আর স্মৃতির পাতায় জানান দিচ্ছে যে,
ধ্যান মগ্ন কথা মালা আছে রাশি রাশি
বেরিয়ে আসার অপেক্ষা শেষে করছে হুড় হুড়ি।
বন্দি যে আর থাকবেনা সে, বেরিয়ে আসতে চায়
ঘুম আসেনা দুই চোখে মন ছুটে স্মৃতির পাতায়,
অতীত স্মৃতি হৃদয়ের মাঝে চাপা পড়ে ছিল
কে যেন ধাক্কা মেরে ঘুম ভাঙ্গিয়ে দিল !
স্মৃতি গুলো মিলবে আজ বর্তমানের সাথে,
ভালবাসার মানুষ খুঁজে চোখে চোখ রেখে
ভবিষ্যৎ কাণ্ডারী হবে থাকবে চিরকাল,
না বলা কথার মালা বলবে আজ কাল !