কালের গর্ভে স্মৃতি লুকিয়ে রাখি মাটি চাপা দেয়ার মত,
ভূমি কম্প আগ্নেয় গিরি তে প্রকাশ পেয়ে যেতো
যত ভাবি ভুলে যাবো ফিরে আসে ততো,
বাল্য স্মৃতি মধুর স্মৃতি বেড়ে উঠার ছলে
সামনে এসে কথা বলে অতীত কে ধরে।
ফেলে এসেছি অনেক স্মৃতি বেলি ফুলের মালা
হৃদয়ের মাঝে সাজিয়ে রেখেছি বন্ধ দুয়ার খোলা,
কলেজ ক্যাম্পাস, রাজনীতির মঞ্চ, পাড়া মহল্লা, বাটে,
অনেক ঘটনা স্মৃতি হয়ে আছে মনের চৌকাঠে।
দিনের অবসান পড়ন্ত বিকেলে গোধুলী লগ্নের বেলা
আমরা দু’জন পাশা পাশি হাঁটি দুরন্ত যৌবনের মেলা
রেল-লাইনের পথ ধরে, মেঠো পথে, কখনো আবার
ছায়াবীথির তলে বসে কত না খুনসুটি খেলা।
চৌরাস্তা রাজনীতির মঞ্চে, আবেগ ঘন বক্তৃতা হাজার
হাজার মানুষের করতালি আর শ্লোগানে মুখরিত চারিদিক
জীবনকে তুচ্ছ করে জনগণের মাঝে বিলীন হয়ে যাওয়া!
কেন দিপু তুলে ধরলে পিছনের স্মৃতির আয়না;
স্মৃতির আয়নার সামনে দাঁড়িয়ে, বড় কষ্ট হয়, মনে হয়
আমি পরাজিত সৈনিক, আমি ব্যর্থ, আমি ভীরু, আমি
স্বার্থপর, কুরে কুরে খায় আমার হৃদয়…………।