কষ্টে আমার বুক চেপে আসে
নিঃশ্বাস বন্ধ হয়ে যায়,
চোখ ভিজে আসে লোনা
জলে গড়িয়ে পড়ে বুকে!
কেউ দেখে না কেউ শুনে না
লুকিয়ে রাখি নিজের গোপনে!
সবাই আমাকে অপমান আর ঘৃণা করে
হাসি মুখে সহ্য করি, প্রতিবাদ করি না।
সময় এখন তাদের হাতে,
যা ইচ্ছে তাই করতে পারে........
বুঝেও আমি বুঝতে পারি না।
কাছের মানুষ হারিয়ে গেলে সে জ্বালা
কি ভুলতে পারে! পিছু ছাড়ে না,
বুকের ভিতর দুঃখের নদী ছল করে ভাল থাকি
এই ভাল তো কেমন ভাল বলতে পারি না।
অনুভবে অনুভূতি নিজের ঝড়ে নিজে উড়ি
মন যে মানে না...........!
সময় যখন আমার হবে, দুঃখ গুলো রয়ে যাবে
স্মৃতিরা তখন ভেসে আসবে, ক্রোধের ভেলায়
চড়ে, মনের কষ্ট মোচড় দিবে, সামাল যাবে না।
সূর্যর আলো ছড়িয়ে যাবে জ্যোৎস্না মাখা রাতে
বুকের ভিতর কষ্টের ভেলা ভাসিয়ে দিব তাতে,
আয়রে তোরা আয় আমার সাথে।