শরৎ কালের ধরণী দেখি অবুঝ মনের কোনে
শরৎ আসে প্রতি বৎসর নির্দিষ্ট দিন গুনে
দিনের পর রাত আসে কুসুম কমল কাননে
সবার সাথে প্রেমের বন্ধন ধরণীর কোলে এসে ।
চরের বুকে কাশ বন ধবল ধেনু র প্রতিরূপ
শরৎ কালের বিকাল যেন হৃদয় দোলে গহীনে
দক্ষিণা বাতাস ঢেউ খেলে যায় কাশ বনের কুলে
প্রেমিক যুগল আত্মহারা কাশ বনের আড়ালে ।
নীল আকাশে শ্বেত বলাকারা উড়ে গলার মালার মত
প্রকৃতির প্রেম উথলে পড়ে আসমান জমিনে যত
নদীর ঘাটে নৌকা বাঁধা মন ছুটে যায় নদীর বুকে
প্রেমের পারদ উঠে নামে প্রেমিক যুগল নয়নে ।
গামছা বাঁধা মাঝির মাথায় গলায় মেঠো সুর
পানির শব্দ ছলাৎ ছলাৎ ঢেউ’র পিঠে ঢেউ
মাঝির কণ্ঠে পল্লিগীতি সুর কানে বাজে কি মধুর!
প্রেমের জোয়ার উজান পানে আপ্লুত হয়ে কাছে টানে
শরতের সকাল কুয়াশায় ঘেরা শিশির বিন্দু ঘাসের মাথা
পুব দিগন্তে রবি হাসে রোদের কিরণ শিশির বিন্দু ।
ঘাসের মাথায় পায়ের ছোঁয়া শিহরণ জাগে শরীরের মাঝে
ঘুমটা মোড়া ভোর বেলা কুয়াশায় ঢাকা প্রকৃতির খেলা ।