শূন্যতা আমাকে কুরে কুরে খায়
স্বাধীনতার যুদ্ধ ৭১’এ শেষ হয়েছে
আমাদের স্বাধীন দেশ ও পতাকা আছে
বিশ্ব মানচিত্রে নিদিষ্ট জায়গা আছে
দেশের জনগণ কি স্বাধীন হতে পেরেছে।
বাংলাদেশের জনগণ দু’ভাগে বিভক্ত
স্বাধীনতার পক্ষে স্বাধীনতার বিপক্ষে
সামাজিক ও অর্থনৈতিক ভাবে দেশকে
সামনের দিকে এগিয়ে নেয়া র ক্ষেত্রে বাধা
স্বাধীনতার ঘোষণা নিয়ে ও বিভক্ত করে রাখা।
হাজার বছরের বাঙ্গালী জাতির পিতা কে
বির্তকীত করতে ও আমরা দ্বিধা করিনি
মনে স্বপ্ন দেখি পূর্ব-পাকিস্থান করার
কি আশ্চর্য! তাদের অর্থনৈতিক ভাবে
সাহায্য করছে এক উন্মাদ এক গুষ্টি
থেমে নাই তাদের কুট কৌশল ও পদচারণ।
স্বাধীনতার পক্ষে পয়সা দিয়ে টিকেট
বিক্রি করছে স্বাধীনতার পক্ষের গুষ্টি
মুক্তি যুদ্ধের রক্ত, ত্যাগ ও বিষর্জনকে
পয়সার বিনিময়ে বিক্রি করছে লোভীরা।
চারিদিকে শূন্যতা আমার দিকে ধেয়ে আসছে
থামাবার প্রাণপণ চেষ্টা, আমরা কি পারছি!
দেশকে সোনার বাংলা করে গড়ে তুলতে
পারব অনেক গুলো শূন্যতা নিয়ে পথ চলতে,
নিজেকে উৎসর্গ করে দেশ ও জনগণের
স্বপ্ন বাস্তবায়ন করতে নাকি হারিয়ে যাব!