অন্য জনের উপকরণ হয়ে
আমরা করি কত কিছু,
প্রেম আর বিরহ চলে পাশাপাশি
আকাংখা ছাড়ে না পিছু,
নির্মল আনন্দে যদি সুখ দেয় ধরা
আপ্লুত হই জীবনটা বুঝি স্বপ্নে গড়া
বিপরীত ভেবে জীবনটা বুঝি কিছুমিছু
অন্ধকারে আলোর চিল কে আগমন
অস্বস্তি কাটে কিছুক্ষণ, ধীরে ধীরে
গাঢ় অন্ধকার নেমে আসে জীবনে,
পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয় জীবন, তবুও
ভাবনা গুলো পিছু নেয় জীবদ্দশায়।