একলা বসে ভাবছি আমি
দুই টি দেহ...........
হৃদয়ের মাঝে বসে আছে
অন্য কেহ!
মনের দরজা বন্ধ আমার
বাহিরের দরজা খোলা,
জীয়ান কাঠি সজাগ আমার
ভুল করে না ভোলা ।
সত্যের পিছে মিথ্যার বাস
গুরুত্ব পায় বেশী,
সত্যের সাথে সত্যের বিরোধ
হাসি পায় সেকি।
আলোর সাথে অন্ধকারের প্রেম
ছায়ার সাথে আমি,
শত চেষ্টায় বিভেদ হয় না
এই সত্য ই জানি!
মায়ের সাথে ছেলের প্রেম
জন্ম জন্মান্তরের,
ছেলের কোন বিপদ হলে
মা জানতে পারে!
সৃষ্টি কর্তা র সৃষ্টির রহস্য
ভবের দুনিয়ায়,
দেহ তোমার পড়ে রবে
আত্মার খোঁজ নাই।