সত্যি বলছি সোহেলী.
তোমাকে ভালবাসতে গিয়ে মৃত্যুর
ঢিল আঁচড়ে পড়েছিল আমার বুকে !
দিবানিশি হৃদয়ের ভিতরে তোলপাড়
করে তোমার ঘৃণা!

সত্যি বলছি সোহেলী,
যখন তোমাকে দেখি, তোমার কথা
কানে ভেসে আসে উতলা করে মন!
নিজেকে সংবরণ করা দায়!

সত্যি বলছি সোহেলী,
তোমাকে না পাওয়ার বেদনা হৃদয়ের
গহীনে ক্ষত তৈরি করেছে, আমার
অন্তরের রক্ত ক্ষরণ তোমাকে আজও
বুঝাতে ব্যর্থ আমি!

সত্যি বলছি সোহেলী,
কৈশোর আর যৌবনের সন্ধিক্ষণে তোমাকে দেখা,
আমার দেহে আলোক-লতার মত জড়িয়ে
শরীরের শিরা উপশিরায়!
তোমাকে বুঝাতে ব্যর্থ হয়েছি আমি।

সত্যি বলছি সোহেলী,
তোমার দেহ, চেহারা, চলন বলন, বর্ণনা করে
তোমাকে ছোট করতে চায় না,
আমার মনের সিন্দুকে সযত্নে তুলে রেখেছি!
যা কোন দিন তোমাকে বলা হলো না।

সত্যি বলছি সোহেলী,
আমার ভালবাসা তুমি কোন দিন মনে করবে না জানি!
তবুও নির্লজ্জের মত তোমায় ভালবেসে যাব
তুমি ধনী গরীবের ব্যবধান খুঁজলে মনটা দেখলে না।

সত্যি বলছি সোহেলী,
তোমাকে আমি ভালবাসি এ জনমে না পেলেও
পর-জনমে ও তোমাকেই ভালবাসব,
সত্যি বলছি সোহেলী!