শরীরের নাম মহাশয়
যাহা সহাবেন তা-হাই সয়
অল্প বয়সে শরীরের তাগদ
অসুখ বি-সুখ তা-বদ পালায়
ভেজাল খেয়ে শরীর গঠন
রোগ প্রতিরোধে ক্ষমতা হারায়
পরিবেশের গুমট ভাব
বাতাসে উড়ছে অজানা ভাইরাস।
নাম না জানা রোগ-বালাই
যখন তখন আক্রমণে যায়
সুস্থ থাকার উপায় নাই।
শৃঙ্খলে চললে জীবন
রোগ-বালাই ধরবে না তখন
করোনা ভাইরাস মহামারী
পৃথিবী ময় করছে ছলচাতুরী
ভিন্ন দেশে ভিন্ন ধরন
বুঝে উঠতে সময় ক্ষেপণ।
অল্প সময়ে করোনা যাবে না
নিয়ম না মানলে প্রাণে বাঁচ বানা
এসো সবাই নিয়ম মানি
প্রাণে মোরা বেঁচে থাকি।
(কবিতাখানি করোনা কালীন সময়ে ১১.০৯.২১ ইং তারিখ লেখা)