দু’দন্ড শান্তি পাওয়া যাবে এমন জায়গা খুঁজে সবাই!
কেউ কি বলতে পার! জীবন ছুটছে দুরন্ত গতিতে
মৃত্যুর আগে থামাবার কেউ নেই।
রেলগাড়ি যেমন ছুটে চলেছে লাইনের উপর
ব্যতিক্রম হলে মুখ থুবড়ে পড়ে ঠ্যাকাবার কেউ নেই!
বাতাসের বুক চিরে ছুটে চলে সামনের দিকে
নিজ গন্তব্যে।
গাছের ও প্রাণ আছে, অংকুর থেকে বিকসিত হয়
কোন পরিচর্যা ছাড়াই কলে বরে বড় হয়,
প্রকৃতির প্রেম ও ভালবাসায় বেড়ে উঠে কারো করুণা
ছাড়ায় নিজ ইচ্ছায়।
ইট পাথরের শহরে প্রকৃতির ছোঁয়া ব্যতি রেখে
মায়া মমতা হীন গড়ে উঠা শহর!
তবুও মানুষ বাঁচে জীবন আনন্দে বেঁচে থাকার রসদ খুঁজে!
মানুষের মনে স্বর্গ-নরক বাস করে, অন্তর আত্মায়
যে কাজে সায় দেয়, সেটা করলে মনে শান্তি দেয়
আর যে কাজ অন্তরে সায় দেয় না, তবুও করতে হয়!
সেটাই নরক, দুনিয়াতে ভোগ করতে হয়।