কথার জালে গেলাম পড়ে বাঁধা পড়ল মন,
ওরে মন শোন একি কাহন
লাগাম ছাড়া, পাগলা ঘোড়া ছুটছে গগনে
মানে না কোন মানা,
কি হলো এমন থমকে গেল মন
হৃদয়ে সমুদ্রের কাঁপন পাগল করে মন,
উঠছে ঝড় এ কোন কাহন!
শরতের কাশ বন সাদা ফুলে ঢাকা
দক্ষিণা বাতাস কাশ বনে দোলা
নদীর বুকে ভেসে চলে কলা গাছের ভেলা।
বাউণ্ডুলে ছেলের দল কৈশোর পেরিয়ে
যৌবনের উন্মাদনা বিভোর মন ছুটে চলে বনে,
তাড়িত করে প্রকৃতির রসে!
আকাশ আর নদী কাছাকাছি আসে যদি,
আলিঙ্গন করে দু’জনে, মধু ঝরে সংগোপনে
নদীর ঢেউ কুল কুলো ধ্বনি বাজে কিনারায়!
তুমি এলে নির্ভার বৃষ্টি মাথায় করে,
তখনও জাগেনি ভোরের সূর্য,
এলোচুলে জল, মৌটুসির মত ঠোঁট দেখে ভিজেছি আমি,
চোখে মুখে জলোচ্ছ্বাস সে যে করে সর্বনাশ………!