এলোমেলো হাওয়াতে উড়ছে মাথার চুল
অবাধ্য সামনের চুল গুলো বার বার মুখে ঝাপটায়
তার নিষ্পাপ চোখ দুটো কি যেন বলতে চায়।
অরবিন্দের উপর শিশিরের ফোটা টলমল করছে
সূর্য রশ্মি র আলোর ছটা বিচ্ছুরিত কপোলে,
এমন আনমনা কুড়ি বয়সী রূপসী !
কাক ডাকা ভোরে স্বপ্নের মাঝে তোমার বিচরণ
উদার হস্তে দু’হাত তুলে দাঁড়িয়ে আছি মোহে,
তোমার হাসি গালে টোল পাগল করেছে আমায়।
জীবনের ছোট্ট গলি পথে হাতে হাত ধরে হাঁটবো মোরা,
হৃদয়ের মাঝে সমুদ্রের ঢেউ কিনারা খুঁজে,
দুর থেকে আবেগে পিছন পানে তাকিয়ে দেখা।
মনে হয় বহুদিনের চেনা মনের বাগানে প্রজাপতি
গাঢ় হলুদ রং এ কালো ফোঁটা তোমার ডানায়
উড়ছে তুমি আমার তরে বহনে আমার কথা।