কুয়াশা ভরা সকাল বেলা
শিশির ভেজা ঘাস,
প্রাতঃ ভ্রমনে মানুষের ভিড়
ডাকছে খোলা মাঠ!
কৃঞ্চ চুড়ায় রং ধরেছে ক্ষুনে
রক্ত লাল, দেশ স্বাধীনে বলিদান
লাখো শহীদের প্রাণ।
সোনার ফসলে সবুজ মাঠ, সোনালী
ফসলে ভরা, মাথার ঘাম পায়ে ফেলে
ফসল ফলায় তারা!
দেশের সাথে বেঈমানী করে বিশ্বাস
ঘাতকের দল, সমাজে তারা লুকিয়ে
আছে, চিহ্নিত করবি বল!
ভাল মানুষের মুখোশের আড়ালে
করছে জুয়া চুরি, দেশের সম্পদ
পাচার করে, করে মুন্সিগিরি।
পুব-আকাশে নবীন সূর্য, বুক ভরা আশা
কোলাহল মুক্ত, বাংলাদেশ গড়ব মোরা,
এটাই নতুন প্রজন্মে র কাছে চাওয়া।