স্বপ্নের রাজ্যের আমি রাজা মন্ত্রী-এমপি আছে
কাজের জন্য দায়িত্ব ভাগ দফতর দেয়া বটে
মন্ত্রী হলো পাঁচ বছরের কমলা ভয়ের কারন নাই
সচিব হলো সরকারের আমলা তাদের কাছে মন্ত্রী খেল না ।
মন্ত্রী যদি ক্ষমতার দম্ভ দেখায় চেয়ার নিবে কাড়ি
আন্দোলনে নামবো তারা রাজার সাথে করবো আড়ি
প্রথম দিকে মন্ত্রীরা সব গরম দেখায় বেশী
তোষামুদে পাল্লায় পড়ে মন্ত্রী র বউ যায় ভুলি
মন্ত্রী মহাশয় উঠে বসে বাড়ীর সচিব ঠ্যাডা হলে
দুই দিন থাকে অভিমানে তিন দিনে গলে জল
বাড়ীর সচিব নিয়ন্ত্রণ করে মন্ত্রী মহাশয়ের কল ।
মন্ত্রী মহাশয় দিশে হারা ঘরের ভিতর নিজে হারা !
কাবু হয়ে মন্ত্রী মহাশয় বাড়ীর সচিবের কথা শুনে
ভাল মন্দের বিচার হারায় বাড়ীর সচিব ই সব জানে
আঙ্গুল ফুলে কলা গাছ, কলা গাছ থেকে বট গাছ
দেশ যাক রসা তলে বট গাছের গোঁড়ায় পানি ঢালে।
জনগণের মার বড় মার সকলে তা জানে,
টাকার হিসাব কষতে গিয়ে আয়ের গোড়া টানে
বাড়ীর সচিবের মুখ বন্ধ মন্ত্রী মহাশয়ের গলদ ঘর্ম
স্বপ্ন ভেঙ্গে বাস্তবে আসে পদ-পদবী দুরে গেছে
দুষ চিন্তায় মাথায় হাত একি হলো সর্বনাশ ।