কোথায় গেলে সুখ পাখি খুঁজি মনে মনে
মাঝে মধ্য দেখা দাও লুকিয়ে পড় বনে,
রাস্তার পার্শে দাঁড়িয়ে থাকি দেখি অনেক কিছু,
তোমার কথা জিজ্ঞাসা করলে দাঁড়িয়ে থাকেন পিছু,
দিন যায় রাত যায়, বছর আসে ঘুরে,
পথিক যেন পথ হারিয়ে ফিরে আসে ঘরে!
মধ্য রাতে মাতাল হয়ে কথা বলে একা,
ত্রি-ভুবনে জ্ঞান থাকেনা নিজে হয় রাজা
মনের দরজায় সুখ পাখি টা করে আনাগোনা,
মাতাল বলে আমি সুখী দুঃখ দেবে না হানা।
নেশা কেটে আগের মানুষ কথা নাই জানা।