হে বিজয়,
তোমাকে দেখবো বলে অপেক্ষায় প্রহর গুনি!
আজ তিপ্পান্ন বছর কেটে গেলো
যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল আজ ও তা পুরুন হয়নি।
আমরা স্বাধীন, দেশ পরাধীনতা থেকে মুক্ত,
কিন্তু স্বপ্ন কি পুরুন হয়েছে !
বাংলার মাটিতে এখনো মানুষ কর্ম হারা, বাস্তুহারা, ধর্ষণ,
খুন, নারী জাতি কে অবজ্ঞা, মুক্ত চিন্তার বিকাশ রুদ্ধ,
তবুও মানুষ বিজয়ের উল্লাসে মত্ত !
পশ্চিমারা দেশ ছেড়েছে কিন্তু রেখে গেছে তাদের দোসর,
পদে পদে বাধা, হায়ানাদের নগ্ন থাবা মানচিত্র কে উল্টাতে চায়,
পতাকার রং ফিকে করার বাসনা!
কিন্তু কেন ? বিজয়ের এই দিনে নতুন করে শপথ নিতে হবে,
নতুন প্রজন্মের মাঝে স্বাধিকার সঠিক ইতিহাস দেখাতে হবে;
দোহায় তোমাদের (তরুন প্রজন্মের কাছে) বিকৃত ইতিহাস তুলে ধরা
থেকে বিরত থাক!
এসো বিজয়ের প্রকৃত ইতিহাস বক্ষে ধারণ করে দেশ গড়ার সংকল্প করি।