সমুদ্রের তীরে দাঁড়িয়ে একা দেখছি উথাল পাথাল ঢেউ,
বুকের ভিতর ডংকা বাজে সামাল দিবে কেউ।
মনের সুখে সামুদ্রিক পাখি উড়ছে গগণ জুড়ে
প্রতিচ্ছায়া সমুদ্রের জলে খেলছে হেলে দুলে
দুর-গগনে আকাশ চুমে সমুদ্র নীল-মায়া,
জাহাজ চলে জলের উপর আলোর ছটা দিয়া।
ঢেউ ছুটছে ঢেউর পিছে কিনারা পাওয়ার খোঁজে,
মা কাঁকড়া সমুদ্রের তীরে চিৎ হয়ে শুয়ে আছে,
মৃত্যুকে আলিঙ্গন করে মা হওয়ার আসে!,
শত শত বাচ্চা কাঁকড়া লাইন ধরে আসে,
মা কাঁকড়ার চির বিদায় সাথে সাথে আসে,
বহু লোকের আনাগোনা সমুদ্রের সৈকতের তটে
মনের সুখে ঘুরে ফিরে বালুর উপর দিয়ে।