মনের ভিতর কেমন করছে বলতে পারি না
অন্যের সমস্যায় ঝাঁপিয়া পড় নিজের জন্য নয়
এত বড় সমস্যা তোমার সঙ্গে নাই কেউ
কেমন করে বলবো তোমায়, কি করব বল!
নিজেকে দায়িত্বহীন, অসহায়, ব্যর্থ মনে হয়
প্রয়োজনে র সময় আমি কাছে থাকতে পারি না
তোমার কাছে শিখেছি আমি, বিপদে ধৈর্য ধরা
মনকে শক্ত রেখে সঠিক সিদ্ধান্ত নেয়া।
সকাল হয় সন্ধ্যা নামে সূর্য উঠা ডুববার মাঝে
ভালবাসার পরিণতি ঘটে প্রেমের মধ্যে দিয়ে
জীবন সচল থাকে শ্বাস-প্রশ্বাসের সাথে,
অভিমান করে চলে গেলে এ দেহের কি দাম আছে!
জীবন কেমন গোলমেলে সোজা পথে চলে না
এটাই তো জীবনের গতি পথ বাঁধা দেয়ার উপায় নাই
বন্ধুত্ব মনের মিলন দুই টি দেহের চিন্তা ভাবনা এক
বিপদে আপদে এক সাথে বন্ধুর পরিচয়।