হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান, মুসলিম
শুধুমাত্র ধর্মের ব্যবধান!
মানুষ তো মানুষ হয় না কি ?

মহিলা, পুরুষ, শিশু, বাচ্চা
আলাদা কিছু নয়!
মানুষ তো মানুষই হয়।

ঈশ্বর কে চোখে দেখা যায় না
সে তো অদৃশ্য, এক এবং অদ্বিতীয়,
মানুষ ভাবে ঈশ্বর শুধু আমার!

ঈশ্বরের কোন হিংসা বিদ্বেষ নাই
সে তো নিরাকার নির্বিকার
মানুষের অন্তরে বিরাজ করে।

ঈশ্বর তুমি একবার বাংলাদেশে
আর্বিভুত হও, দেখো তোমাকে
খুশি করার বিভেদ,
দাঙ্গা আর তোমার সন্তান খুন।

তোমার প্রতি ফরিয়াদ একবার
এসো মানব কুলে অনন্ত প্রেম
জাগিয়ে তোলো!
দূর হউক হানাহানি বিভেদ।