সেই তুমি এলে অনেক দেরি করে দাঁড়িয়ে ছিনু পথের ধারে
নিত্য দিন তোমার চলার পথে,
মনের গহীনে আবেগ ধরে রেখেছিনু না বলা অনেক কথা,
কহিব তোমায় একাকী, দু’দন্ড সময় দিলে!

তোমায় নিয়ে স্বপ্নে জাল বুনেছিনু মনে একটু একটু করে!
অধরা থেকে গেল গহীনে,
সূর্য উঠে আবার দিন শেষে ডুবে যায় অন্ধকারে,
পরিচিত মুখ ধীরে ধীরে ফ্যাকাসে হয়ে আসে চোখ,
তুমি এলে না কাছে!

এখন একাকীত্ব, অন্ধকার ভাল লাগে আমার,
সেই পরিবেশে আমি একা কল্পনাতে তুমি থাক সাথে,
কত কথা আবেগ বিনিময় করি তোমার সাথে
কেউ ডাকলে বিরক্ত হই তুমি হারিয়ে গেলে,
কিছুতেই মেনে নিতে পারব না।

আজকাল এই আলো বাতাস দুনিয়ার রূপ-রস আমায় টানে না কাছে,
বেঁচে থাকার স্বাদ জাগে না,
তোমার অবহেলা, ঘৃর্ণা আমায় অমৃত সুধার মত মনে হয়,
চলে যেতে চাই সে পারে, যেখান থেকে আমি
একা শুধু একা তোমায় ভালবাসবো!