আমার ছায়া আমাকে আতংকিত করে
পিছু ধায় আমার পানে সোজা পথে,
রাস্তার দু’ধারে কাশ বন নির্জন রাত
একাকী চলার পথে আশংকায় থাকে মন !
গন্তব্য আমার অজানা জন্মের সাথে বাঁধা
পৃথিবী ঘুরছে সূর্যের চারিদিকে, আমি ঘুরছি
সৌভাগ্যের খোঁজে, চাঁদ আমায় প্রশ্ন করে,
কোথায় যাও হে পথিক! আমায় পিছনে ফেলে।
শু্ন্য থেকে বেরিয়ে এলাম এক হয়ে ধরায়
আমি হাঁটছি, ক্লান্তি হীন পথচলা;
দু’দণ্ড শান্তির অন্বেষণে, হে সূর্য তুমি দিবে আমায়!
বিরামহীন চলার পথে গাছপালা, পশুপাখি,
আলো বাতাস সবার সাথে আলাপ হয়েছে;
কেউ শান্তির খোঁজ দিতে পারে নি !
কিন্তু কি আশ্চর্য সবাই আমাকে উল্টো প্রশ্ন করেছে,
তুমি আসলে শান্তির খোঁজ চাও.
পৃথিবীতে তুমি মানুষ তোমার বিচরণ সর্বত্র ই
তাই তোমাকেই খুঁজে নিতে হবে শান্তি কোথায়!