তবুও উচ্ছ্বাস তবুও হাস্য-উজ্জ্বল
বিষন্নতা তাকে এতটুকু গ্রাস করতে পারেনি!
পূর্ণিমার রাতে অভিসারে এসে,
ভালবাসার আলিঙ্গনে মেতেছে এক সাথে।
ভালবাসার কলঙ্ক গায়ে মেখে হয়েছি কলঙ্কিনী
তোমার জন্য জীবন টাই রাখতে পারি বাজি!
লোক-লজ্জা র ভয় নাই আছে ভালবাসা,
প্রেমের অনলে পুড়ে হয়েছি এ যুগের রাধা।
ভালবাসায় স্বীকৃতি মেলেনা নষ্টা মেয়ে আমি
তোমার প্রেমে পাগল হয়ে ঘর ছেড়েছি জানি!
শ্যাম নাই, কুল নাই, অথই দরিয়ায় পানি,
কোন কুলেতে ভিড়ায় নাও, মন নাহি জানি।
ভালবাসার ছলনা তে মন মজালে তুমি
ফাঁকি দিয়া বিদেশ গেলে পড়ে রইলাম আমি,
দিবা-নিশি অন্তর জ্বালায় জ্বলে মরি আমি
তুমি বিনে বাঁচবো কেমনে বলে দাও তুমি।