একি তোমার অভিমান নাকি ঘৃণা বুঝা বড় কঠিন!
গতকাল ও তাদের সাথে হৈ হুল্লোড় করেছে!
কথায় কথায় তোমাকে ভালবাসার গল্প শোনাত
তারা তোমার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত
ছিল!
তবে কেন! তাদের প্রতি এত বৈরী মনোভাব
জানতে পারি! নিজে সাবধান হবো।
বিপদ, মানুষের অন্তর আত্মার চক্ষু খুলে দেয়
আমি কারাগারের প্রকষ্টো বন্দী, আমি বিচারকের
এজলাসে দাঁড়িয়ে, দেখি যারা আমায় ভালবাসত,
যারা জীবন উৎসর্গ করতে রাজি ছিল, তারা কিনা
নির্লজ্জ বেহায়ার মত অপর এজলাসে দাঁড়িয়ে
আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে!
আবার একটা অংশ গোপনে আমার বিরুদ্ধে
মিথ্যা তাল গোল পাকাচ্ছে!
কারা প্রকোষ্ঠে আমি আমাকে নতুন করে আবিষ্কার
করেছি,
পাশাপাশি ভালবাসার ময়না, আত্ম-বলিদান উৎসাহী
তাদের ও আমি চিনে গেছি!
যা সত্য সব সময়েই সত্য, শত চেষ্টায় মিথ্যা বানানো
যায় না, আবার মিথ্যা সব সময় মিথ্যা, চেষ্টা করেও সত্য
করা যায় না।
তবে দু’মুখোদের জন্য সাময়িক সুখ তৈরি করে,
তাদের ও তো তাদের মত করে বাঁচতে হবে!