বুকের ভিতর জমানো কথা বলতে চায় তোমাকে,
বলার জন্য উৎসুক জিহ্বা বাধা দেয় আমাকে!
হৃদয়ের ভিতর তোমায় নিয়ে অহংকার আমার,
প্রথম দেখায় তোমার প্রতি হিংসা জড়িয়ে ছিল মনে!

দিন যায়, মাস যায়, দেখি বাবার সাথে তোমায়,
কিছুতেই ভুলিতে পারি না আমার মৃত মায়ের মুখ,
তৃতীয় ব্যক্তি কানে তোলে দখল করছে আমার সুখ!

সৎ মা, মা হতে পারে ভাবিনি কখনো আগে
বিপদে ছুটে আস আগে, বুক পেতে বাঁচাও আমাকে,
ঋণী হলাম আমি।

জিজ্ঞাসিনু তাঁকে আমার জন্য মৃত্যু ঝুঁকি নিলে কেন তুমি,
ওরে তোকে আমি পেটে ধরিনি বটে, আমি যে মা,
মায়ের জায়গা নিবো না আমি!

তবে, আমি যে তোকে জীবনের চেয়েও ভালবাসি,
ছেলে কে মেরে ফেলবে, জীবিত থাকবে মা,
সবাই বলবে ও যে সৎ মা।