ভৈরবীর খেয়ালে ঘুম ভেঙ্গে গেল !দূর থেকে নীরব সকালে
সুরের লহরী কর্ণ-কুহুরে আসে,কোন কোলাহল নাই !
পাখিরা যেন ঘুম থেকে আড়মোড়া ভেঙ্গে উঠছে,তাল গাছে
বাবুই পাখির বাসা, বাসার মুখে দখিনা বাতাসে দুলে, আদুরে
আদুরে ভরিয়ে তোলে হৃদয়ের ভালবাসা,
এ যেন জীবনের চাওয়া।
ঘুম ঘুম চোখে জানালার ফাঁকে চোখ ছুটে যায় নীল আকাশের
নীলিমায়, কুয়াশা সরে যাচ্ছে ধীরে ধীরে নতুন দিনের আশায়।
যেন ভোরের সূর্য আদরের দুলাল লাভালাভ কৃঞ্চ চুড়ার রং এ!
পাশের বিল্ডিং এ সুরের সাধনায় গলা সাধে আপন মনে,সুর নিয়ে
খেলা করে আপন ভুবনে, মনের দুয়ারে সাত সুর বাজে প্রভাতের
মায়া জালে, ধরিতে সাধনা মনোষ-কামনা ধরিত্রীর তলে।
কেউ ভালবাসে ধন ঐশ্বর্য, কেউবা সাধারনে, কেউবা হারায় সাত
সুরে, বেঁচে থাকার রসদে,প্রকৃতির সৌন্দর্য প্রকৃতির মাঝে ফিরে
আসে বার বার।