খুব কাছের মানুষ যখন বাঁকা কথা বলে
হৃদয়ের ভিতর তোলপাড় করে
বিশেষ করে অন্য জনের সাথে তুলনা
নিজেকে সামাল দেয়া বড় কষ্ট হয়।

এমন ঘটনা আজ ঘটে গেছে অসময়ে
প্রিয়জন কে রেখে চলে আসার কষ্টের
সাথে অন্য জনের সাথে তুলনা
দু’টো মিলে নিমেষেই হয় বড় যন্ত্রনা।

সংসারের ছোট খাটৌ ঝামেলা সর্বদায় থাকে !
ব্যক্তিগত ভাবে আমাদের কোন প্রতিযোগিতা,
হিংসা, বিদ্বেষ নাই,
ভালবাসার ও কোন কমতি নাই।

পরিবারের সদস্যদের ভাল মন্দের জন্য
সর্বদা তর্ক-বিতর্ক লেগে ই থাকে হর হামেশা
পরিবারের সদস্যরা আমাদের কষ্ট টা বুঝে না
কেন এমন হয় বুঝি না !

আমরা ভাবি এক, তারা ভাবে আর এক
ভুল বুঝে আমাদের কষ্ট দেয়,
অপমান করে, না বুঝার ভান করে, কষ্ট শয্য করি
আজও তাদের বোঝাতে পারলাম না !
আমাদের ঘাটতি ও ভুল এখনো বুঝলাম না
আমরা কি পরাজিত অভিভাবক !