লেখাপড়া শেষ করে লাখু ঘরে বসে আছে
মাথায় অনেক স্বপ্ন ঘুরে ফিরে আসে
কিন্তু কোন স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হয় না
কর্ম হীন পাশাপাশি পুঁজির অভাব বেকার!

শিক্ষিত বেকার ঘরে বসে থাকা কষ্টকর
লাখুর মুখ বন্ধ আছে পাশে সকলের মুখ খোলা
যে যার যা ইচ্ছে লাখুর উদ্দেশে বলে যাচ্ছে !
সহ্য করতে হয় মনের বিরুদ্ধে।

মধ্যবিত্ত পরিবারের অভিভাবকের সব সময়
একটাই চিন্তা ভাল রেজাল্ট, ভাল চাকরী
তারপর বিয়ে সংসার।
তাদের বিকল্প কোন চিন্তা মাথায় আসে না।  

চাকরী ছাড়া যে অন্য পেশায় যুক্ত হওয়া যায়
জীবন গড়ে তোলা যায় এ চিন্তা মাথায় আসে না
কষ্ট টা লাখুর সুপ্ত চিন্তা গুলো ভ্রুনেই মরে যায়
পৃথিবীতে আলোর মুখ আর দেখে না।