সকলে অস্থিরতায় ভুগছে সহবত ভুলে গেছে !
কিন্তু ! খোঁচা মারার অভ্যাস টা,
জোর করে নেয়া র স্বাভাবটা, বিন্দুমাত্র বদলাবদলি,
রাগে ফুলছে, মনে মনে কাকে যেন বকছে !

তালে তাল মেলানো স্বভাব টা
নতুন করে ফন্দি আঁটছে,
চাওয়ার ইচ্ছে মত না পেলে অসুস্থ হয়ে পড়ছে।

অতিমারির আক্রমণ এখনো যায়নি
তবুও মানুষ কিভাবে মেতে উঠেছে,
মেকী ভাল থাকা বড়ই চঞ্চল সুস্থ থাকার ভান,
অভিনয় করছে !

ভাল কে ভাল বলার স্বভাব টা মন থেকে মুছে ফেলেছে  
পরিচিত হয়ে ও অপরিচিতের ভাব
আবার না চেনার ভাব করছে !

বন্ধুত্ব আর খুঁজে পাবে না
মানুষের ভিতরের মনুষ্যত্ব, সহবত
অনেক আগেই মরে গেছে ।