আজ এই দিন টাকে সোনার খাঁচায় বেঁধে রাখবো
দীর্ঘ দিন পরে মুক্ত হাওয়ায় ও মুক্ত জায়গায় ঘুরবো,
জীবন বাঁচাতে মহামারী ঠেকাতে বাধ্য হয়েছিলাম ঘরে
থাকতে, জীবনের চাকা টিপ টিপ করে করে চালাতে।

জয় হবে, হবে জয়, মানবতার জয়, অতিমারি কবল
থেকে জয়, প্রস্তুতি চলছে টিকা আসা শুরু হয়েছে,
সংশয়, ধুম্রজাল, কেটে যাবে সময় কাল।

বিচিত্র চরিত্র মহামারীর, সিমটম ছাড়া অতিমারি, চুপি চুপি
আক্রমণ করছে, সহসা যাবে না, টিকা নিলে মরবে না,  
এটা কি তোমরা মানতে !

গুঁজবে কান কেন! পড়া লিখা সব জানো, জেনে নিতে
কে তোমায় বারন করছে। শুধু নিজের ইচ্ছা টাকে জাগ্রত কর
লকডাউন ঘোষণা আর না আর না, অর্থনৈতিক চাকা ধ্বংস
করছে!

যদি জনগণ মেনে চলে তিনটি নিয়ম, লকডাউন যাবে
যাদু ঘরে, নিয়ম করে মুখে মাস্ক পরা, সামাজিক দূরত্ব
নিজেকে দিতে হবে গুরুত্ব, উপায় নাই হেলাফেলা করা,
দুই ঘণ্টা পর পর সাবান দিয়ে হাত পরিষ্কার করা।

মানে যদি তিনটি নিয়ম, ফিরে পাবে দীর্ঘ জীবন, সুখে কাটাবে
সারা জীবন, ছুঁতে পারবে না ভাইরাসের জার্ম।
আজকের দিনটাকে সোনার খাঁচায় মুড়ে রাখবো,
যতই আসুক বাধবিপত্তি মনে রাখবো মৃত্যু অবধি।

(নোটঃ কবিতা খানা করোনার ভয়াবহতার সময় ১১.০৮.২১ইং তারিখ লেখা)