আবেগের হাত ধরে
শরৎ’র পড়ন্ত বিকেল বেলা একা
নীল আকাশে তুলোর মত উড়ছে মেঘমালা
সূর্য চুমে মেঘমালা আদরে আদরে ।
নদীর তীরে কাশ বনে শুভ্র সাদা ফুল
মন ছুটে যায় ঝিলের পাড়ে শাপলা শালুক
বৃষ্টি আসে রোদ ফুটে ক্ষণিকে ক্ষণিকে
নীল আকাশে চাদর জড়ায় মেঘের আবিরে।
শরৎ’র এই মৃদু বাতাস স্বপ্ন জাগে মনে
নীলাম্বরী শাড়ি পরে গাঁয়ের বধূ জলকে আনে
আলতা রাঙ্গা চরন জোড়া বৃষ্টির জলে ভিজে
নাকে নোলক ঠোঁটে হাসি মন করে উজালা।
শরৎ নিয়ে ভাবে কবি লিখে মনের আনন্দে
মনের খাতায় আঁকে ছবি নেইকো রূপের শেষ
শরৎ মানে মনের ঘরে রূপের ই আবেশ।