স্বার্থ প্রতিটি মানুষের নিজস্ব সম্পদ
সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বা সাংস্কৃতিক
যে কোন প্রোগ্রামের পিছনে স্বার্থ অন্তর্নিহিত থাকে,
যে করে সেই শুধু জানে!
পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে তার পিছনে ও
স্বার্থ অঙ্গাঙ্গি ভাবে জড়িত ! ভালোর সাথে মন্দের প্রেম,
ভাল ছাড়া মন্দ চলতে পারে না
আবার মন্দ ছাড়া ভাল অচল, ঠিক আলো আঁধারের মত।
প্রেম ও ভালবাসার মাঝে স্বার্থের বড় প্রভাব,
যা শুরুতে বুঝা যায় না, সময়ের গর্ভে সময় বলে দেয় !
মনষত্ব যুক্ত মানব মঙ্গল কামনা করে কখন অমঙ্গল কামনা
করে ফেলেছে স্বার্থের কারণে নিজেরাই জানে না।
মা তার শিশু জন্ম দেয়ার সময় ও স্বার্থ নিহীত থাকে
কুমারিত্ব জীবন ভেঙ্গে মাতৃত্বের জীবন লাভ,
বন্ধ্যাত্বের বদনাম থেকে মুক্তি, ছেলে অথবা মেয়ের জন্মদান।
মানুষের প্রত্যাহত জীবনে স্বার্থ আষ্টে-পৃষ্ঠে জড়িয়ে আছে,
তাকে কোন ভাবেই আলাদা করা যায় না!
জীবন্ত কালে স্বার্থ জড়িয়ে থাকে কারনে অকারনে।