কলুষিত হয়ে গেছে মানুষের মন
কলুষিত হয়েছে সমাজ,
সমাজে বিচরণ কৃত মানুষ লোভের
বিপরীতে নাই!

প্রেম, ভালবাসা, আদর, মুক্ত হাসি
সমাজ থেকে নির্বাসনে গেছে!
প্রতিটি কর্মের ভিতর স্বার্থের জালে
জড়িয়ে আছে অক্টোপাসের মত!

সরলতা মানে সকলের কাছে দুর্বলতা,
নিজ উদ্বেগে সাহায্যে এগিয়ে আসা
সেখানে ও স্বার্থের গন্ধ খুঁজে, সাদা মনের
মানুষ হারিয়ে যাচ্ছে তাদের ভিড়ে!

অভিশপ্ত জীবন থেকে পালালে কাপুরুষ
মৌনতা ধরে নিবে সম্মতির লক্ষণ,
রুখে দাঁড়াও বাহে নিজেকে তৈরি করো
সমাজ কে বদলাতে হবে।

নবীন প্রজন্মকে জাগিয়ে তোল,
গড়ে তুলো ব্যারিকেড, সমাজ থেকে বিতাড়িত
করতে হবে, কালো মনের মানুষ।