তোমার মন খারাপ কেন ? আজকে তোমার দিন তোমাকে সংবর্ধনা দেয়া হবে!
“সাউথ এশিয়ান সোস্যাল ক্যালচারাল ফোরাম”র উদ্যেগে অডিয়ান্স তৈরি,
অতিথিগণ সকলে উপস্থিতি, সকলের মাঝে টান টান উত্তেজনা,
কখন আসবে সেই মাহেন্দ্রক্ষণ অপেক্ষার পালা যেন শেষ হতে চায় না!

মনের ভিতর চাপা উত্তেজনা কিন্তু তবে শরীরী ভাষা আমি আন্দাজ করতে পারছি!
দীর্ঘ দিনের নিরলস প্রচেষ্টা, সকল ধরনের বাধা-বিপত্তি সমাজের মানুষের বিরোধীতা,
দুর্নীতি বোঝা চাপিয়ে দেয়া, পথে ঘাটে নিঘৃত হওয়া, সামনাসামনি অপমানিত হওয়া
কোন কিছুই তোমাকে দমাতে পারেনি!

তোমার সাধনায় ধর্মীয় কুসংস্কারে নিমজ্জিত গ্রামকে নিজের মত করে শিক্ষার আলো
জ্বালিয়ে কাণ্ডারীর মত ধরে রেখেছো,সমাজসেবা, গার্ল-গাইড, বাল্য-বিবাহ বন্ধ,
ইভটিজিং মুক্ত, সহ শিক্ষার সমস্ত শাখা তোমার স্কুলে চলমান, শুধু চলমান বলি কেন !
বিভিন্ন প্রতিযোগী তায় ছেলেদের সাথে পাল্লা দিয়ে মেয়েরা ও পুরস্কার আনছে!

সাংস্কৃতিক প্রোগ্রাম নিয়মিত করা হয়, গ্রামীণ খেলাধুলা বলার অপেক্ষা রাখে না।
শিক্ষা ক্ষেত্রে বিগত এক যুগ এসএসসি এবং জেএসসি ফলাফল শত ভাগ,
তোমার চেষ্টায় নয়ন ভুলানো স্কুল ক্যাম্পাস, শিক্ষাবিদ, প্রশাসনের ঊর্ধ্বতন
কর্তা ব্যক্তিদের পদচারনা হর-হামেশা লেগে ই থাকে,

প্রধান অতিথির হাত থেকে শিক্ষা বিস্তারের বিশেষ অবদানের স্বীকৃতি,
প্রধান শিক্ষিকার হাতে তুলে দেয়া হলো তাকেই গ্রামের দুষ্ট লোকেরা অপমানিত করে।