যে কোন কাজ করতে নেশা লাগে, গুছিয়ে করার মন লাগে,
আত্মবিশ্বাস লাগে, ইচ্ছা লাগে, সর্ব পরি কারন লাগে !
এমনি এমনি কোন কিছুর সৃষ্টি হয় না ।
আমার লেখা লেখির একটা ইতিহাস আছে
মাধ্যমিকে পড়ার সময় থেকে লেখালেখি করতাম
পাশাপাশি শিশু সংগঠন খেলাঘর সাথে যুক্ত ছিলাম
এটাই মনে হয় আমাকে এক ধাপ এগিয়ে নিয়েছে
মহল্লার বড় ভাই জালু সংগঠনের সভাপতি ও সাহিত্য প্রেমিক
শিশু পাগল যদি ও তিনি বিজ্ঞানের ছাত্র।
যাক এসব কথা ! ছোট বেলা থেকে একটু আধটু ছড়া কবিতা লিখি
কিন্তু কাউকে না দেখিয়ে জালু ভাই বাসায় আসে একদিন
পড়ার ঘরে বসেছিলেন সেই দিন খাতা গুলো উল্টাতে বেরিয়ে পড়ে সব
জালু ভাই লেখা গুলো দেখে বলল তুই তো ভাল লিখিস...........
আজ থেকে তুই অংকুরের সম্পাদক সংগঠনের পত্রিকা ।
বিশ্ব-বিদ্যালয়ে পড়ার সময় পারিবারিক ঝামেলায় লেখা লেখি বন্ধ ছিল
দীর্ঘ দিন আর লেখা লেখি করি নাই আমার স্ত্রী নাছোড় বান্দা
দুই হাজার বিশ সালে করোনার সময় অফিস লম্বা ছুটি ছিল
বাধ্য হয়ে আবার শুরু করেছি জানি না কেমন লেখা হচ্ছে !
সেই আমার কট্টর সমালোচক আবার উৎসাহ দাতা
মনের ভাবনা গুলো আত্মার স্বপ্ন গুলো সাদা পাতায় লিখি।
(লেখাটি ১৩.০১.২০২০ইং তারিখ লেখা)