সাবু মিয়া কাবু কেন বাড়ীর বারান্দায়
চিন্তা মগ্ন বসে আছে কেদারায়,
খাঁচার ভিতর বুলবুলি পাখি নাচা নাচি করে
একটা দু’টো ডিম পাড়ে মনে মনে হাসে।
কদলী গাছে বাতাস লেগে পাতা হেলে দুলে
কলার মুছায় মৌমাছিরা মধু খেয়ে ফ্যালে,
লেজ উঁচু কাঠ বিড়ালী কলা গাছে উঠে,
আতংকিত মৌমাছিরা গলা টিপে ধরে !
মাথার উপর তাল গাছ তালের কাঁদি ঝুলে
তালের রস খেতে ভাল মধু মাখা মাসে,
তাল পাড়তে রাখাল বালক গোপনে গাছে উঠে
তাই না দেখে সাবু মিয়া হঠাৎ গর্জে উঠে !
আষাঢ় মাসের ইলিশে গুড়ি ঝরচ্ছে সারাক্ষণ
মন মাতানো আব হাওয়ায় ভরে যায় মন,
হঠাৎ হঠাৎ বিজলী চমকায় কড়াৎ কড়াৎ গুড়ুম গুড়ুম
কেদারায় বসে সাবু মিয়া নিজেকে হারায় সারাক্ষণ!