ঘুরে এলাম রূপসার চর চতুর্দিকে থৈ থৈ করছে যমুনার জল
দূর থেকে দেখলে মনে হয় চর আর জলের জড়াজড়ি।
সমুদ্রের মধ্যে যেন “ব” দ্বীপ,
প্রতি বছর বর্ষাকালে ভরা যমুনার পাড় ভাংগে
গরিব দুঃখী মানুষের কপাল পুড়ে,
জমি জমা ঘর বাড়ী বিলীন হয় নদীর গর্ভে,
চলে যায় যমের বাড়ী।
এক বেলা খায় অন্য বেলা উপোস থাকে
তবুও ছাড়ে না রূপ সার চর!
জন্ম ভূমি নাড়ীর টানে পড়ে থাকে সেখানে!
নদীর এপার ভাংগে ওপার গড়ে
এই নদীর খেলা,
ভাংগা গড়ার ফাঁদে পড়ে জমা হয় পলি মাটির ঢেলা।
রূপসার চরের মানুষ গুলো বড়ই এক রোখা,
যেটা ভাবে সেটাই করে
করে না কোন আলোচনা!
সোনার ফসল ফলায় চরে চোখ ধাঁদিয়ে যায়,
খায় দায় কাম করে মনের আনন্দে ঘুরে-ফিরে,
ভবিষ্যৎ’র চিন্তা ভবিতব্য র হাতে ছেড়ে দেয়।