রক্তের সম্পর্কের সাথে বেঈমানী করা কি ঠিক হবে !
আরে এটা কোন ব্যাপার না।
আদিকাল থেকে হয়ে আসছে তাহলে বেঈমানী বলছো কেন ?
আধুনিক যুগে এখন কোন কিছু গোপন বলে কিছু নেই
সব কিছু প্রকাশ্যে, দেখ না রাস্তায় নারী ধর্ষিতা হচ্ছে, সকলের
সামনে মানুষ মানুষকে খুন করছে, ভাই ভাই’র সম্পদ কেড়ে
নিচ্ছে ! পিতা মাতা কে খেতে দেয় না তার সন্তান !
সবাই তো জানে তাহলে তুমি বেঈমানী বলছো কেন ! দু’চার দিন
মিটিং মিছিল, সেমিনার, পত্র পত্রিকায় লেখালেখি হবে তার পর
সব ভুলে যাবে আর কেউ মনে করবেনা। আইনের কথা বলছো,
প্রমাণ লাগবে না পাবে কোথায় !
সমাজ আর সমাজের মানুষ গুলো আর আগের মত নাই সবাই
আত্মকেন্দ্রিক, লোভী , চাওয়া পাওয়ার গোলক ধাঁধায় মনুষ্যত্ব
হারিয়ে ফেলেছে।
মানুষে মানুষে বিভেদ, ধর্মে ধর্মে বিভেদ, কেউ এই দেশ টার
কথা ভাবে না, দেশের জনগণের কথা ভাবে না ভালবাসে না !