ঋতু বৈচিত্রের দেশ আমার বাংলাদেশ
আমরা জানি ষড় ঋতুর আবির্ভাব ঘটে
এক এক ঋতু তে প্রকৃতি সাজে নানা সাজে
সেই সাথে সাজে উদ্ভিদ ও প্রাণী জগত।
আষাঢ় মাসে কদম ফুলের আবির্ভাব ঘটে ধরায়
মনকে নিয়ে যায় চিন্তার গহীনে, ফুলের
পাপড়ি হৃদয়কে উদ্বেলিত করে অজানার খোঁজে
নয়নাভিরাম ফুলের সৌন্দর্য মনকে আন্দোলিত করে
প্রেমের ফাগুন বহে হৃদয়ে।
মানুষ ২৪ ঘণ্টার মধ্যে ০৮ ঘণ্টা মৃত্যুর দুয়ারে
দাঁড়ায় ঘুমের মাঝে বলতে পারে না বেঁচে ছিল
না মৃত দুনিয়াতে মৃত্যুর পূর্ব প্রস্তুতি।
প্রত্যেক ঋতু তে নতুনের আগমন আর পুরাতনের
প্রস্থান যা প্রকৃতির রুপলীলা, নারীর উদরে ভ্রণের
মধ্যে অন্ধকার গহীনে জীবের সৃষ্টি জন্ম নেয় ধরায়,
নিদিষ্ট সময়ের পর ফিরে যায় পূর্বের অবস্থানে।
ভূ-মণ্ডলে রেখে যায় কৃত-কর্মের পদচিহ্ন, কখন
সাধারণ আবার কখনও অসাধারণ যা ইতিহাসের
পাতায় থেকে যায় ঋতুর চরিত্রের মত।