ছেলে বাবাকে দেখেনি অনেক দিন
বাবা ছেলেকে, কেমন স্ব-শরীরে নাকি
অন্তরের চোখে ! তবে কেমন উভয়ের
প্রতি উভয়ের ভালবাসা?
অজানা কষ্ট হৃদয়ের কোনে চিন চিন করে
এটা স্বপ্নের ভালবাসা নাকি অন্তরের।
প্রতিটি মানুষের নিজ নিজস্ব স্বতন্ত্রতা আছে !
লেখনির ভিতর দিয়ে, মুখের ভাষা দিয়ে এমন
কি হৃদয়ের ক্ষরণ দিয়ে
নিজস্বতা রেখেই প্রকাশ করে।
চোখের সামনে আমরা যা কিছু দেখি তা
দেখার মধ্যে, বুঝার মধ্যে, অনুভবের মধ্যে
চিন্তার মধ্যে ও নিজস্বতা আছে।
তাইতো মানুষ সভ্য আর অসভ্যের
মাঝে ঘুরপাক খাচ্ছে!
জন্ম দিলেই বাবা হওয়া যায় না আবার
জন্ম নিলেই ছেলে হওয়া যায় না যদি না
একে অপরের হৃদয়ের টান, ভালবাসা, শ্রদ্ধা
স্নেহ না থাকে; সাধু কি বলে?
বিধির বিধান এযে শরীরের অংশ, চেতনার ভাগ
ভালবাসা, প্রেমের আবেগ হৃদয়কে নাড়া দেয়।
রক্ত যে দেহের মানচিত্রের শিরায় শিরায় প্রবাহিত হয়
আলাদা করার উপায় কি তোমার জানা আছে!