পুব আকাশে রংধনু
উঠেছে মুচকি হেসে,
মেঘে মেঘে কোলাকুলি
রং ছড়িয়ে আকাশে,
সূর্য মামা ভীষণ রেগে
চড়িয়ে দেয় আলো,
আতংকিত মেঘেরা সব
মিলিয়ে গেলো কালো,
খানিক পরে রংধনুটার
হারিয়ে গেল আলো।
সূর্য মামা বেজায় খুশি
ছড়িয়ে আলো আকাশে
মেঘের কোলে রংধনুটা
সাতটি রং এ আঁকা!
নীল আকাশে উঠলো ভেসে
চাঁদের মত বাঁকা।