যুবতীর বুকে রাত্রি খেলা করে
দু’চোখ বিষন্নতার ছাপ,
গভীর কালো অন্ধকার রাত
চোখের সামনে চেনা বড় ভার।
সুখ পাখি উড়ে যায় দুরে বহুদূরে
হাত ছানি দিয়ে ডাকে,
যুবতী তখন ও ঘুমে কাতর।
অলসতা ঘিরে ধরেছে মুঠো বন্দী হাত
পিন পতন নিরাবতা রাতের শরীর,
ঘেউ ঘেউ করছে কুকুরের দল।
নিজের কর্ম সেরে চলে যায় খদ্দের
পড়ে থাকে ক্লান্ত দেহ বিছানায়,
এতো প্রতিদিন ডুব সাঁতারের খেলা।
প্রতিদিন সকাল হয়, সুখসূর্য হাসে আকাশে
বেলা বেড়ে সন্ধ্যা নামে রাতের আঁধার,
শুরু হয় রাতের জোনাকিদের খেলা।